সরস্বতী পুজোয় শাড়ি পরা নিয়ে দুই বোনের ঝগড়া হয়। তা নিয়ে মা বকাবকি করেন। তারপর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয় হাসি মণ্ডল (১৫) নামে এক কিশোরী।
ঘটনাটি ইংরেজবাজার থানার গোপালপুর এলাকার।
হাসি জহুরাতলা উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনে পড়ত। সরস্বতী পুজোর জন্য শাড়ি পরা নিয়ে গতকাল দুই বোন হাসি ও খুশির মধ্যে ঝগড়া হয়। তা জানতে পেরে তাদের মা দুজনকেই বকাবকি করেন। তারপর শাড়ি কিনতে বাজারে যান। রাত নটা নাগাদ বাড়ি ফিরে দেখেন ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ। প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে হাসির ঝুলন্ত দেহ উদ্ধার করেন।
তাকে মালদা মেডিকেল ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।