ট্রেনের মধ্যে জুয়ায় নি:স্ব মানুষ

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-31 15:57:15

ট্রেনের কামরায় টেবিল পেতে প্রকাশ্যে তাস ও টাকা ফেলে বসে জুয়ার আসর। আর এই জুয়ার বোর্ড চলে রেল পুলিশ ও আরপিএফ'র সামনে। পুলিশের এমন নির্বাক ভূমিকার সুযোগ নিয়ে জুয়ারিদের যেমন ফেঁপে ফুলে উঠছে, তেমনি নিঃস্ব হচ্ছেন সাধারণ যাত্রীরা। যারা ভয়ে কিছু বলতে পারেন না।

প্রকাশ্যে এই জুয়ার আসর বসছে ধানবাদ-হাওড়া ভাউন কোল্ড ফিল্ড এক্সপ্রেস। আসানসোল ছাড়ার পর এই জুয়ার আসর চলে ডানকুনি আসা পর্যন্ত।

যাত্রীরা অভিযোগ করে বলেন, ট্রেনের প্রথম এসি কামরার পরে সাধারণ কামরাও তিন নম্বর সাধারণ কামরায় বেশ কয়েকটি দল রয়েছে। যারা এই জুয়ার আসর বসান। একেবারে তাস ও টাকা প্রকাশ্য ফেলে চলে খেলা। রোজ একই কামরায় একই রো-তে এই খেলা চললেও নির্বিকার রেল পুলিশ ও আরপিএফ।

জানা যায়, যারা জুয়ার আসর জমান তারা ধনবাদ, সীতারামপুর, আসানসোল ও অন্ডাল থেকে ট্রেনে উঠেন। সঙ্গে আনা সরঞ্জাম দিয়ে কৃত্রিমভাবে বসানো হয় টেবিল। তারপর এরপরই শুরু হয়ে যায় হার-জিতের খেলা।

এ বিষয়ে পূর্ব রেলের আরপিএফ কর্তৃপক্ষ জানান, বিষয়টি তিনি জানেন না। প্রমাণ পেলে পদক্ষেপ নেবেন। রেল পুলিশ কর্তারা বলছেন, এই জুয়া জামিনযোগ্য হওয়ায় পরোয়া করে না জুয়াড়িরা।

 

এ সম্পর্কিত আরও খবর