বাঙালির ভ্যালেন্টাইন'স ডে। এখনো ডিজিটাল কর্মকাণ্ডেও এর প্রভাব কমে নি। হলদে শাড়ি, মাথায় ফুল আর সেলফির হুল্লোড় এই নিয়ে এবারের সরস্বতী পুজো কিছু কম নজর কাড়বে না।
তার মধ্যে কলকাতায় এখন বইমেলার মৌসুম ফলে আনন্দে আটখানা কিশোর কিশোরী।
আর এই যুগে মা সরস্বতি আসলে খুব প্রাসঙ্গিক কারণ মেয়েরা এককভাবেই লড়াইতে সামিল হচ্ছে প্রতিনিয়ত।