সেরা হতে কার না ভালো লাগে? সব তারকারাই সেরা উপাধি পেতে চান। সবার ক্ষেত্রে এমনটা হলেও বলিউডের তারকা অমিতাভ বচ্চনের ক্ষেত্রে ঘটল অন্যটা।
সর্বকালের সেরা তারকা অমিতাভ বচ্চন, সবাই এ কথা মানলেও মানতে নারাজ অমিতাভ। গত ১০০ বছরের সেরা স্টার হিসেবে নিজেকে কিছুতেই মানতে চান না বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
অমিতাভ বচ্চন এক অনুষ্ঠানে জানিয়েছেন, ১০০ বছরের সেরা স্টার আমি, এ কথা মানা আমার পক্ষে সম্ভব না। আমি কিছুতেই মানব না যে আমিই সেরা।
উল্লেখ্য, ১৯৯৯ সালে বিবিসি একটি অনলাইন সমীক্ষা করে আর সেখানে প্রশ্ন রাখে গত ১০০ বছরের সেরা স্টার কে? বিবিসির সারা বিশ্বে ছড়িয়ে থাকা দর্শকদের ভোটে বেরিয়ে আসে অমিতাভ বচ্চনের নাম। সেখান থেকেই তিনি ১০০ বছরের সেরা।