কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় রোববার উদযাপিত হবে বাংলাদেশ দিবস। ৩১ জানুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল পার্কে এ মেলা ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বাংলাদেশ দিবস উপলক্ষে বইমেলার এসবিআই মিলনায়তনে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
‘বাংলা সাহিত্য ও বঙ্গবন্ধু’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সম্মানিত অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের সরকারের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
সভাপতিত্ব করবেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্তসচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল। সেমিনারে স্বাগত ভাষণ দেবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট প্রবন্ধিক ও সাংবাদি আবুল মোমেন। আলোচনায় অংশ নেবেন কলকাতার বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় ও বাংলাদেশ জাদুঘরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, কলকাতার বিশিষ্ট লেখক সুভাষ সিংহ রায়, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো; আব্দুর রাজ্জাক ভূঁইয়া প্রমুখ।
সেমিনারের পরে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।