পকোড়া বিক্রি চাকরি নয়

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-30 05:46:49

লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যৌথ মঞ্চ। প্রধানমন্ত্রী মনে করেন, পকোড়া বিক্রিও আয়ের ভালো উপায়। কিন্তু এ ভাবনার সঙ্গে একমত নন শিক্ষার্থীরা। তাই দিল্লির রাজপথে তারা স্লোগান তুলেছেন, ‘‘পান বা পকোড়া বিক্রি চাকরি নয়।’’

লালকেল্লা থেকে সংসদ পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু মাঝপথেই তা আটকে দেয় পুলিশ। দিল্লির একাধিক ছাত্র সংগঠন ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা। পরে তাদের যৌথ মঞ্চে উপস্থিত জিগ্নেশ মেবাণী অবিলম্বে সকল সরকারি পদে নিয়োগের দাবি জানান। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন নীতির সমালোচনা করেন শিক্ষার্থীরা।

এদিকে সংসদেও আজ এ নিয়ে সরব হন বিরোধী দলগুলো। গত বছর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিভাগভিত্তিক সংরক্ষণের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া শ্রেণির প্রতিনিধিত্ব কমে যাবে, এই যুক্তিতে সরব হয় এসপি, বিএসপি ও তৃণমূল। ফলে ভেস্তে যায় গোটা দিনের কাজ।

এ সম্পর্কিত আরও খবর