১০ জন মাওবাদীর মৃত্যু

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-30 05:55:31

ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ১০ জন মাওবাদী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফ্রেুয়ারি) সকাল ১১টায় রাজ্যের বিজাপুর জেলার অবুঝমাদে ইন্দ্রাবতী নদীর তীরে এই সংর্ঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা জানান,  ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ১০ জন মাওবাদী নিহত হয়েছে। এ সময় তাদের কাঝ থেকে  ১১ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মাওবাদীদের সঙ্গে সংর্ঘষে একজন নারী নিহত হন। তবে  স্থানীয় গ্রামবাসীরা দাবি, ভুয়া সংঘর্ষে ওই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মহিলা মাওবাদী ছিলেন না। সংঘর্ষে পড়ে তার প্রাণ গিয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর