চিত্রদীপ চক্রবর্তীর লেখা ‘অপারেশন কেজিবি’ বইয়ের চিত্রনাট্য ধরেই এবার নির্দেশক অনিকেত চট্টোপাধ্যায়ের নতুন ছবি আসতে চলেছে। এটি প্রযোজনা করবেন দেব। পাশাপাশি অভিনয়ও করতে দেখা যাবে টলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে।
কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স কীভাবে অপরাধমূলক কারবার বিনষ্ট করেন তারই এক অংশ তুলে ধরা হবে নতুন ছবিটিতে। তবে এখনও পর্যন্ত ছবিটির নাম ঠিক করা হয়নি।