২০১৮ সালে ভারতে বন্যার সময় আটকে পড়া লোকগুলোকে উদ্ধারে কেরালার মৎস্যজীবীরা বিশেষ ভুমিকা পালন করেছিলেন।
তাদের সেই সাহসিকতার স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়ে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা শশী থারুর।
কেরালার বন্যায় সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি তৎপরতার সঙ্গে কাজ করেছিলেন মৎস্যজীবীরা৷
জীবনের ঝুঁকি নিয়ে তাঁরাই বাঁচিয়েছেন বহু মানুষের জীবন৷ বিনিময়ে নেননি কোনও সাহায্য৷ নিঃস্বার্থে, প্রচারের আলোয় না থাকা এই মৎস্যজীবীদের নোবেল পুরস্কার দেওয়া হলে প্রকৃত শান্তির বার্তা দেওয়া যাবে বলেও জানান তিনি।