মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মৃত্যুর পর থেকে তামিল নাড়ুতে রাজনৈতিক অবস্থায় অস্থিরতা বিরাজ করছিল। সেই অস্থিতিশীলতা দূর করতে রাজনীতিতে আসেন দক্ষিণী অভিনেতা কমল হাসান।
‘মাক্কাল নিধি মায়াম’নামে একটি দলও গঠন করেন তামিল নাড়ুর জনপ্রিয় এই অভিনেতা।
শোনা যাচ্ছে- আসন্ন লোকসভা নির্বাচনে কমল হাসানের দল তামিলনাড়ুর ৩৯টি এবং একটি পুদুচেরির আসন থেকে একাই লড়বে।