পৃথিবীতে আনার আগে বাবা মা কেন অনুমতি নেননি? এমন অভিযোগ করে বাবা-মার বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ভাবছেন মুম্বাইয়ের রাফাল স্যামুয়েল নামে এক যুবক।
স্যোশাল মিডিয়ায় ঐ যুবক নিজেকে 'জন্ম বিরোধী' দাবি করে আসছেন। স্যামুয়েলের দাবি, সন্তানেরা জীবনে যে দুঃখ দুর্দশা ভোগ করে তার জন্য দায়ী কেবল বাবা মায়েরাই।
মুম্বাইয়ের ঐ যুবক আরও বলেছেন, 'ছোট থেকেই বড়দের অন্ধভাবে সন্মান করার কথা শেখানো হয় শিশুদের। এই ভাবনা বদলে ফেলতে হবে।'