'স্লামডগ মিলিয়নেয়ার' ছবিটির জন্য ২০০৯ সালে অস্কার ঘরে তুলেছেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক এ.আর রাহমান। সম্প্রতি সেই জয়ের ১০ বছর পূর্ণ হলো।
এই উপলক্ষে মুম্বাইয়ের ধারাভি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। কেননা এই এলাকার বস্তির শিশুর জীবনের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছিলো 'স্লামডগ মিলিয়নেয়ার'।
আয়োজিত অনুষ্ঠানে নান প্রশ্ন করা হয় এ.আর রাহমানকে। যার উত্তর তিনি দিয়েছেন। তবে এক অজানা ঘটনার কথা সকলকে জানিয়ে তিনি বলেন, যখন অস্কার পেলাম সেসময় ছবির অভিনেতা অনিল কাপুর সেখানে উপস্থিত থাকতে পারেননি। অবশ্য এজন্য নিজেকেই দায়ী করেছেন এ.আর রাহমান।
এ প্রসঙ্গে তার ভাষ্য, অস্কারের দিন আমার পাশেই বসেছিলেন অনিল কাপুর। এক পর্যায়ে আমার খুব তৃষ্ণা লাগে। এরপর আমার জন্য পানি আনতে যান অনিল। ফিরে দেখে, ততক্ষণে আমি পুরস্কার পেয়ে গিয়েছি।
এরপরই অনিল কাপুর বলেন, আমি কোনোদিন তাকে ক্ষমা করবো না। তার পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তৃষ্ণার্ত দেখে বললাম আমি পানি নিয়ে আসছি। কিন্তু পানির জায়গায় তখন খুব ভিড় ছিলো। যখন ফিরলাম, ততক্ষণে রাহমান পুরস্কার পেয়ে গিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত এ.আর রাহমানের মেয়ে খাদিজা বলেন, ‘অস্কার বাবার কোনো পরিবর্তন আনতে পারেনি।’