সিবিআই ও কলকাতা পুলিশের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় সংঘাত এড়ানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ হলো সিবিআই‘র ডাকে তাদের সামনে হাজির হতেই হবে পুলিশ কমিশনারকে এবং স্বাভাবিক সহযোগিতা করতে হবে।
অন্যদিকে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকেও আটক করা যাবে না। ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্দিষ্ট দিনে শিলং শহরে মুখোমুখি হবে সিবিআই ও কলকাতা পুলিশ কমিশনার। ১৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল এ বিষয়ে অফিসারদের জানাবেন। এইভাবে আপাত প্রক্রিয়া চলবে বলে সুপ্রিম কোর্টের নির্দেশ।