দীর্ঘ এক বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা রমেশ ভাটকর। সোমবার (৪ ফেব্রুয়ারি) ছিলো বিশ্ব ক্যানসার দিবস। সেদিনই মুম্বাইয়ের এলিজাবেথ হাসপাতালে ক্যানসারের কাছে হার মেনে মৃত্যুবরণ করেন সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
তার মৃত্যুতে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। মুম্বাইয়ের শিভাজি পার্ক শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য।
১৯৪৯ সালে জন্মগ্রহণ করেছিলেন রমেশ ভাটকর। থিয়েটার ও টিলিভিশনে বেশ জনপ্রিয় ছিলেন। বিশেষ করে টেলিভিশনের ‘কমান্ডার’, ‘হ্যালো ইন্সপেক্টর’ ও ‘দামিনী’ ধারাবাহিকের জন্য বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন।
রমেশ ভাটকর প্রায় ১০০র বেশি সিনেমা এবং ৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এ অভিনয় করেছিলেন তিনি।