ভাইয়ের ছবিতে নওয়াজ

, কলকাতা

বিনোদন ডেস্ক | 2023-08-30 06:02:57

ক্যারিয়ারের শীর্ষ সময় পার করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। প্রতিবার ভিন্ন চরিত্রে হাজির হয়ে সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন বলিউডের এই অভিনেতা। অভিনয় করেছেন- ‘বজরঙ্গি ভাইজান’, ‘মান্টো’, ‘মম’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ও ‘সেক্রেড গেমস’র মতো ছবিতে।

এবার নতুন আরও একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নওয়াজুদ্দিন। নাম ‘বোল চুড়িয়া’। এতে এক প্যাশনেট প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে।

চমকপ্রদ তথ্য হলো- ‘বোল চুড়িয়া’ ছবিটি পরিচালনা করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকির ভাই শামাস নওয়াব সিদ্দিকি। প্রযোজনায় থাকবেন রাজেশ ভাটিয়া এবং কিরণ ভাটিয়া।

নতুন ছবিটি প্রসঙ্গে নওয়াজুদ্দিন বলেন- ‘আমি সেসব চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে থাকি যেগুলো আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়।’

ভাইয়ের সঙ্গে কাজ করা প্রসঙ্গে নওয়াজ আরও বলেন- ‘ভাইয়ের সঙ্গে এমন একটি রোম্যান্টিক ড্রামায় কাজ করাটা সত্যি সম্মানের ব্যাপার।’

শামাস এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। নির্মাণ করেছেন ‘মিয়াঁ কাল আনা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য। যেটি ইতিমধ্যে ৩৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। পেয়েছে ১০টি পুরস্কারও। এছাড়া নওয়াজের অভিনীত ‘মান্টো’ ছবির সহ-প্রযোজকও ছিলেন তিনি।

আগামী মে মাস থেকে শুরু হবে ‘বোল চুড়িয়া’র শুটিং চলবে জুন পর‌্যন্ত। সব ঠিক থাকলে এ বছরের অক্টোবরেই মুক্তি দেওয়া হবে ছবিটি।

এ সম্পর্কিত আরও খবর