আসামগামী ট্রেন থেকে উদ্ধার করা হলো ৭ রোহিঙ্গা শিশু।
আরপিএফ’র কর্মকর্তা বলেছেন, ছয়জন মেয়ে এবং একজন ছেলেকে ধর্মনগর রেলস্টেশন থেকে আটক করা হয়েছে। প্রত্যেকের বয়স ১৮-এর কম। তাদের ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
গত দুই সপ্তাহে ত্রিপুরা সীমান্তে ৬৮ জন রোহিঙ্গা মুসলিমকে গ্রেফতার হয়েছে। পুলিশের দাবি, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আগরতলা থেকে বাসে করে ধর্মনগর আসে। তারা যাচ্ছিল দক্ষিণ আসামের বদরপুরে।