চলতি বছরে শুরুটা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বেশ ভালোভাবে শুরু হয়েছে। তবে এবার সুখবর আসল ভারতীয় নারী ক্রিকেট দল থেকে। আর এই সুখবর আসে আইসিসি থেকে।
ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসাবে সম্মাননা পেলেন ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের স্মৃতি মান্ধনা ও টি-২০ দলের অধিনায়ক হরমোন প্রীত কৌর পেলেন আইসিসির বর্ষসেরা টি-২০ অধিনায়ক। এছাড়া স্মৃতি মান্ধনা বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সম্মাননাও পেলেন।
এদিকে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। এছাড়া বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার হিসাবেও তিনি নির্বাচিত হয়েছেন।