সৃজিত দেখাবেন পুরোনো সব ছবি

, কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 11:07:47

পুরানো বাংলা টেলিছবিগুলোর দর্শক এখনো রয়েছে অনেক। অনেক দর্শক অনলাইনে পুরানো সিনেমাগুলো খুঁজে খুঁজে দেখতে পছন্দ করেণ বেশ। সেসব দিকে নজর রেখেই একটি বাংলা বিনোদন চ্যানেল তাদের পুরনো টেলিছবিগুলো নতুন মোড়কে আনার ব্যবস্থা করেছে।

প্রতিদিন রাত ১০টার স্লটে দেখা যাবে এসব সিনেমা। অনুষ্ঠানের নাম 'টেলিপ্লেক্স'। মূলত পুরানো জনপ্রিয় সিনেমাগুলোই দেখানো হবে টেলিপেক্সে। পুরানো এসব সিমেনার নির্মাতারা হলেন, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রভাত রায়, অঞ্জন দত্ত, প্রয়াত যীশু দাশগুপ্ত, প্রয়াত দেবাংশু সেনগুপ্ত প্রমুখ।

আর জনপ্রিয় এই টেলিছবিগুলোকে নতুন করে দর্শকের কাছে পৌঁছে দেবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই পুরো কাজটি নিয়ে তিনি অত্যন্ত খুশি বলেও জানিয়েছেন। এই বিষয়ে সৃজিত জানিয়েছেন, তিনি সিনেমাপ্রেমী। এমন একটি বিষয়ের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুশি।

এ সম্পর্কিত আরও খবর