মোবাইল ব্যবহারে মায়ের বকুনিতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৃজিতা ভট্টাচার্য। ১৩ বছর বয়সী মেয়ের আত্মহত্যায় শোকের ছায়া নেমে এসেছে উত্তরপাড়া ভদ্রকালী প্রান্তিক আবাসনে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে উত্তরপাড়া ভদ্রকালী প্রান্তিক আবাসনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঐ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
বাবা মায়ের সঙ্গে থাকতো সৃজিতা ভট্টাচার্য। সৃজিতা তাদের একমাত্র সন্তান। পড়ালেখায় বেশ ভালো বলেও সুনাম ছিল।
বৃহস্পতিবার রাতে সৃজিতা মোবাইল নিয়ে বসে থাকায় বকাবকি করেছিল মা। এরপর তিনি কেনাকাটা সারতে বাজারে যান। বাবাও বাসার বাইরে ছিলেন। এই সুযোগে সৃজিতা আত্মহত্যা করে।