আমেরিকায় কিশোর-কিশোরী পাচারের মামলায় ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ।
চারবছর আগে গুজরাটের ১০ কিশোর-কিশোরীকে আমেরিকায় পাচার করা হয়। ভুয়া পরিচয়ে বাবা-মা সেজে একটি চক্র এসব বাচ্চাদের পাচার করে বলে জানা যায়। যারা ভুয়া বাবা-মা সেজে কলকাতা থেকে কিশোর-কিশোরীদের আমেরিকায় পৌছে দেয় তারা সাত দিনে তকে ১০ দিনের মধ্যেই ফের কলকাতায় ফিরে আসে বলে জানাচ্ছে কলকাতার মার্কিন কনসুলেট।
এ সংক্রান্ত একটি চিঠি কলকাতার মার্কিন কনসুলেটের তরফ থেকে পাঠানো হয় লালবাজার থানাকে। চিঠিতে বলা হয়, গুজরাটের ১০ কিশোর-কিশোরীকে কলকাতা হয়ে ভুয়ো পরিচয়ে মার্কিন মুলুকে পাঠানো হয়েছে। তাতে ৩০ লক্ষ টাকার লেনদেন হয়েছে। কিন্তু বছর চারেক কেটে গেলেও তাদের কেউ ফিরে আসেনি। মা-বাবা সেজে কলকাতার যাঁরা তাঁদের পৌঁছে দিয়েছিলেন, তাঁরা কিন্তু সাত-দশ দিনের মধ্যে দেশে ফিরে এসেছেন।
কলকাতার মার্কিন কনসুলেটের এই চিঠি পেয়ে তদন্তে নামে পুলিশের বিশেষ গোয়েন্দা দল। আর তারপর পরই দেওয়া হয়েছে চার্জশিট।