আইসিটি সঙ্গীত রিসার্চ একাডেমির ৪০ তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে আইটিসি-এসআরএ সঙ্গীত সম্মেলন। আর এই সম্মেলনে শীতের আবহাওয়া শ্রোতাদের সঙ্গীতের শ্রুতে ভাসিয়ে নিয়ে যাবেন এক জাঁক গুণী শিল্পী।
তারা হচ্ছেন,শিবকুমার শর্মা, উল্লাস কসোলকর, রাশিদ খান, অজয় চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, কুমার বসু, যোগেশ সামসি, অনিন্দ্য চট্টোপাধ্যায় শুভ্রা গুহ, অরুণা সাইরাম ও কৌশিকী চক্রবর্তী।
শুক্রবার (০১ ফেব্রুয়ারি) থেকে রোববার (০৩) ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সঙ্গীত সম্মেলন।
জানা গেছে, পহেলা ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে প্রথম দিনের অনুষ্ঠান। বাকি দু'দিন সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে অনুষ্ঠান। সঙ্গীত সম্মেলনটি অরবিন্দ পারিখের উদ্বোধন করার কথা রয়েছে।
আরও জানা গেছে, প্রথম দিনে দর্শকদের মন মাতাবেন শিল্পী শিবকুমার শর্মা তার সঙ্গে তবলায় থাকবেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিনের সঙ্গীত প্রেমীদের জন্য আকর্ষণ থাকবে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কুমার বসুর যুগলবন্দী। এছাড়া রাশিদ খানের কণ্ঠে সঙ্গীতের সঙ্গে থাকছে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তবলা। পড়ে দ্বিতীয় দিনের শেষ দিকে দর্শক মাতাবেন শিল্পী উল্লাস কসোলকর। আর তৃতীয় দিন দর্শকদের মন জয় করবেন শিল্পী অজয় চক্রবর্তী।