দর্শক মহলে প্রশংসিত হয়েছে ইয়ামি গৌতম ও ভিকি কৌশল অভিনীত ‘উরি’। এমনকি শত কোটি রুপি আয় করে বক্স অফিসেও বাজিমাত করেছে ছবিটি।
‘উরি’তে দারুণ অভিনয়ের সুবাদে অমৃতসর বর্ডার সিকিউরিটি ফোর্সের থেকে বলিউডের এই অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে মানপত্র ও সম্মান স্বারক।
এ কারণে বেশ আনন্দিত ‘সানাম রে’খ্যাত এই তারকা। এ প্রসঙ্গে ইয়ামির ভাষ্য, ‘এই প্রাপ্তি আমার কাছে খুব গর্বের ও সম্মানের।’