বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বোন শামিতা শেঠি। অভিনয় করেছেন ‘জেহের’, ‘মোহাব্বাতে’ ও ‘ফারিব’-এর মতো ছবিতে। তবে দীর্ঘদিন ধরেই লাইমলাইটের আড়ালে রয়েছেন শামিতা। সবশেষ ২০০৮ সালে ‘ক্যাশ’ ছবিতে দেখা গেছে তাকে।
লাইমলাইটের আড়ালে থাকলেও বিভিন্ন কারণে খবরের শিরোনামে দেখা যায় শামিতার নাম। সম্প্রতি হেনস্থার শিকার হয়ে আরও একবার শিরোনামে উঠে এসেছে তার নামটি।
সম্প্রতি মুম্বাইয়ের থানের রাস্তায় আচমকাই শামিতার গাড়িতে গিয়ে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এরপর বাইকের দুই আরোহী তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। প্রকাশ্যে রাস্তার মাঝেই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।
শুধু তাই নয়, শামিতার গাড়ি চালক দর্শন সাওয়ান্তকে চড় মারা হয় বলে অভিযোগ দায়ের করেন বলিউড অভিনেত্রী।
এ ঘটনার পর রাবোড়ি থানায় মামলা দায়ের করেছেন শামিতা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানান পুলিশ।