বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয় করেছেন- ‘বাজিরাও মাস্তানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘ওম শান্তি ওম’-এর মতো ছবিতে। কাজ করেছেন হলিউড ছবিতেও। সবখানেই পেয়েছেন সফলতা।
এবার ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভেলের নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দীপিকা পাড়ুকোন।
বিষয়টি নিশ্চিত করে দীপিকা পাড়ুকোন বলেন, ‘এই প্রাপ্য আমার জন্য অনেক সম্মানের। সেই সঙ্গে অনেক বড় দায়িত্বও। এই উৎসব আয়োজকদের লক্ষ্যে বিশ্বাস আছে আমার। চলচ্চিত্রপ্রেমী ও চলচ্চিত্রানুরাগীদের একটি গোষ্ঠী গড়ে তোলার অঙ্গীকার আছে আমাদের।‘
দীপিকার আগে মামির চেয়ারপারসন ছিলেন আমির খানের স্ত্রী ও নির্মাতা কিরণ রাও। নতুন চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে কিরণ টুইটারে লিখেছেন- ‘ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোনকে নতুন চেয়ারপারসন হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।’