জ্যান্ত কিম্বা মৃত, ধরতেই হবে চিতাবাঘ

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-25 23:58:46

নরখাদক হয়ে ওঠায় ডুয়ার্সের একটি চিতাবাঘকে জীবিত বা মৃত অবস্থায় ধরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। এই রাজ্যে হাতি মারার নির্দেশের পর এবারেই প্রথম কোনো চিতাবাঘকে হত্যার নির্দেশ দিলো বন দপ্তর।

পূরুষ এই চিতাবাঘের কারণে মাদারিহাটের ধুমচিপাড়া, গ্যারগেন্ডা, রামঝোরা ও তুলসিপাড়া চা-বাগান এলাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। এরেই মধ্যে চিতাবাঘের আক্রমণে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।

রেইকি করে নরখাদক চিতাবাঘটিকে চিহ্নিত করার পর  তাকে অপসারণের জন্য রাজ্যের বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহার কাছে আবেদন করা হয়েছে। এরপরেই চিতাবাঘটিকে জ্যান্ত কিম্বা মৃত ধরার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

এর আগে একের পর এক মানুষ হত্যার দায়ে ২০১৬ সালে বর্ধমানে একটি হাতিকে মারতে বাধ্য হয়েছিল বন দপ্তর।

 

এ সম্পর্কিত আরও খবর