বলিউড অভিনেতা টইগার শ্রফ এখন ব্যস্ত রয়েছেন করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির শুটিং নিয়ে। এরপর ‘বাঘি’ ছবির তৃতীয় কিস্তি ‘বাঘি থ্রি’র শুটিংয়ের কাজে হাত দেবেন টাইগার।
দুটি ছবিই বিশাল বাজেটের। আর এ কারণে মনে মনে বেশ চাপ অনুভব করছেন ‘মুন্না মাইকেল’খ্যাত এই অভিনেতা।
‘বাঘি টু’ দারুণ হিট হয়ে যাওয়াতেই কী এই বাড়তি টেনশন? এমন প্রশ্নের জবাবে টাইগার বলেন- ‘একদম তাই। কারণ এসব ছবিতে আমি কাজ করছি কাদের সঙ্গে? আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের সঙ্গে। ফলে চাপ তো থাকবেই।’