কুষ্ঠ রোগের হানা শহরে

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-28 08:15:57

সরকারের দাবি পশ্চিমবঙ্গ কুষ্ঠমুক্ত। তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। কারণ তথ্যমতে, বাংলায় কুষ্ঠরোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। রাজ্যগুলোর মধ্যে বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পরেই পশ্চিমবঙ্গ। আর এর প্রভাব কলকাতায় বেশি।

কলকাতায় প্রতি লাখ জনসংখ্যায় নতুন কুষ্ঠরোগী মেলার হার ২০১৩ ও ২০১৪ সালেও কলকাতায় ছিল যথাক্রমে ১০.৭৫ ও ১১.৭৫। সেখানে এই হার ২০১৫ ও ২০১৬ সালে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৯.৫৭ ও ১৯.২৮। ফলে কলকাতাতেই কুষ্ঠরোগী রয়েছেন ৯০০-র বেশি। হতদরিদ্র মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও কুষ্ঠ রোগের শিকার হচ্ছেন।

প্রতি ১০ হাজারে একজনও কুষ্ঠ রোগী না পাওয়া ২০০৭ সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যকে কুষ্ঠমুক্ত ঘোষণা করে। স্বাস্থ্য মন্ত্রাণালয়ের শেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় ৯ হাজার ১২৫ জন কুষ্ঠরোগী রয়েছেন। কুষ্ঠমুক্ত ঘোষণার কারণে আবারো বাড়ছে এ রোগ। কারণ, সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে কুষ্ঠের জীবানু ছড়িয়ে পড়েছে।

এ সম্পর্কিত আরও খবর