২০১৮ সালে ইস্পাত উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক তালিকায় জাপানকে সরিয়ে দ্বিতীয় স্থানে এখন ভারত। বেশ কয়েক বছর থেকে জাপান ও ভারতের মধ্যকার প্রতিযোগিতা জোরদার হচ্ছিল।
এবার ভারতের ক্রমবিকাশমান ইস্পাত উৎপাদন খাত বৈশ্বিক তালিকায় জাপানকে টপকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে পৌঁছায়।
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সর্বশেষ তথ্যমতে, ভারতে ২০১৮ সালে কাঁচা ইস্পাত উৎপাদন হয়েছে ১০.৬৫ কোটি টন। যা গত বছরের তুলনায় ৪.৯% শতাংশ বেশি। জাপান উৎপাদন করেছে ১০.৪৩ কোটি। ইস্পাত উৎপাদনে বিশ্বে প্রথম চীন।