আবারও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার দেশটির নোম মুখে নেননি। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন।
দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) একটি র্যালি শেষে এক বক্তব্যে তিনি এ বার্তা দেন।
অর্থনীতি হোক বা রণনীতি দুই ক্ষেত্রে ভারত প্রস্তুত। যদি কোনো দেশ শত্রুতা করতে আসে ছেড়ে কথা বললেন না বলে জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভারত শান্তিতে বিশ্বাসী। কোনো দেশকে উসকানি দেয় না, তবে ভারতকে কেউ উসকানি দিলে উচিত জবাব দেওয়া হবে। শত্রু মোকাবিলা আর অর্থই হোক- ভারতের ক্ষমতা অনেক বেড়েছে।
যুদ্ধবিমান, আধুনিক কামান কেনা শীঘ্রই শুরু হচ্ছে। দেশেই ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ট্যাঙ্ক, হেলিকপ্টার আর গোলাবারুদ বানানো হচ্ছে বলে জানান তিনি।