ঈশ্বরগুপ্ত সেতুতে ফাটল

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-27 03:04:41

নদীয়ার কল্যাণী এবং হুগলির বাঁশবেড়িয়া যুক্ত করে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু। সেতুর দুই গার্ডারের মাঝে বড় ফাঁক দেখলেন কিছু মানুষ। ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আচমকা বিপাকে পড়েছে মানুষ।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু সংস্কারে ইঞ্জিনিয়াররা তৎপর হলেও তাদের ঝামেলা পোহাতে হচ্ছে। কারণ হুগলি ও নদীয়া জেলার মাঝে গঙ্গা পার করার এটাই একমাত্র সেতু।

এ সম্পর্কিত আরও খবর