বিট্রিশ আমলের মুদ্রার সন্ধান মিলল গোয়ালতোড়ের হাড়িমারা গ্রামে। একটি বাড়ির মাটির দেওয়াল ভাঙার সময় ছিটকে পড়তে থাকে মুদ্রাগুলি। বাড়িটি অনেক পুরোনো ছিলো, ভেঙে নতুন বাড়ি করা হচ্ছে-তখুনি এ ঘটনা ঘটে।
ইতিহাস গবেষকদের মতে, মুদ্রাগুলি বিট্রিশ আমলের। মুদ্রাগুলি তামা ও নিকেলের তৈরি ধারণা করা হলেও নিশ্চিত হতে পরীক্ষা করতে হবে বলে জানায় বিশেষজ্ঞরা।
এদিকে দেওয়াল থেকে মুদ্রা বেরিয়ে আসার খবরে ছুটে আসে গ্রামবাসী। সোনা-রূপোর ভেবে কুড়িয়ে নিয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে মুদ্রাগুলিকে হেফাজতে নেওয়া হয়।