মুম্বাই বিমানবন্দরের রানওয়ে সারাইয়ের কাজের কারণে বেড়ে যাচ্ছে কলকাতা টু মুম্বাই প্লেন ভাড়া। ধারণা করা হচ্ছে, এই সংস্কার কাজের জন্য ৫০০ উড়ান বাতিল হতে পারে। ফলে উড়ান সংকট দেখা দিতে পারে। এরই মধ্যে কলকাতা -মুম্বাই প্লেন ভাড়া বেড়েছে ২০ শতাংশ।
তাই যারা ৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ কলকাতা মুম্বাই যাত্রা করবেন টিকিটটা এক্ষুনি কেটে রাখেতে পারেন।
এদিকে মুম্বাই বিমানবন্দর থেকে দিল্লী, বেঙ্গালুরু , গোয়া রুটে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এসব রুটে অনেক উড়ান বাতিল হতে পারে।