নাগরিকদের মোদির চিঠি, বিরোধীদের সমালোচনা

, কলকাতা

কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 19:17:25

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ১০০ দিন পূর্তি হওয়া উপলক্ষে দেশের নাগরিকদের চিঠি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকায় ৭ দশমিক ৫ কোটি চিঠি পাঠানো হয়ে গেছে। এতে খরচ হয়েছে প্রায় ১৫ দশমিক ৭৫ কোটি টাকা।

তবে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এ কার্যক্রমকে ভালো চোখে দেখেননি বিরোধীরা। তারা চিঠি পাঠানোর খরচের পরিমাণ ও নির্বাচনকে সামনে রেখে ভোটারদের চিঠি দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনায় নেমেছেন।

বিরোধীরা বলছেন, স্বাস্থ্য বিমার সুযোগ সুবিধা কথা দেশবাসীর কাছে তুলে ধরার আড়ালে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের গুণগান ভোটারদের কাছে করছেন। এছাড়া প্রতিটি চিঠির খাম ৪০ টাকা করে কিনতে হয়েছে। যেখানে স্বাস্থ্য বিমার বাজেট মাত্র ২ হাজার টাকা।

তাই চিঠি পাঠানোর খরচের টাকা কোথায় থেকে আসছে তা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলছেন।

বিরোধীরা আরও অভিযোগ করে বলছেন, মোদি তার চিঠিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা ও সৌভাগ্য প্রকল্পসহ একাধিক কেন্দ্রীয় উদ্যোগের প্রশংসা করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী এভাবে নাগরিকদের চিঠি পাঠিয়ে নিজের সরকারের গুণকীর্তন করছেন নির্বাচনী রণকৌশল হিসেবে।

এ বিষয়ে বাম সংসদ এমবি রাজ্যেশ্বর অভিযোগ স্বাস্থ্যবিমার সুযোগ সুবিধা বর্ণনা করার আড়ালে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের গুণগান করে চলছেন।

তবে বিরোধীদের এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের সিইও ইন্দু ভূষণ বলেন, খামবন্দি চিঠি পাঠাতে যে খরচ হয়েছে, তা প্রশাসনিক খাতের খরচের মধ্যেই পড়েছে।

এ সম্পর্কিত আরও খবর