দেরাদুনের হাসপাতালে বিদ্যুৎ ও জেনারেটর না থাকায় মোমের আলোয় ৯ সন্তানের জম্ম হয়েছে।
মঙ্গলবার রাতে দেরাদুনের গভর্নমেন্ট দুন মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাহাড়ি ওই এলাকার মানুষের একমাত্র ভরসা এই সরকারি হাসপাতালটি। মঙ্গলবার রাতে সেখানে বিদ্যুৎ চলে যায়। পরে কোন ভাবেই হাসপাতালটিতে বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
জেনারেটর খারাপ ও দায়িত্বে থাকা ইলেকট্রিশিয়ান ছুটিতে থাকায় বিদ্যুতের কোনো ব্যবস্থা করা যায়নি জানায় কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত ৮ থেকে বুধবার সকাল ১০ টা পর্যন্ত বিদ্যুৎ না আসা পর্যন্ত ৯ জন প্রসূতি হাসপাতালে ভর্তি হন। তারা সবাই মোমের আলোয় প্রসব হয়।