সিবিআই’র কব্জায় প্রযোজক শ্রীকান্ত

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-30 22:30:32

চলচ্চিত্র নির্মাণ সংস্থা ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’র প্রতিষ্ঠাতা ও প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দক্ষিণ কলকাতার কসবার অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অর্থলগ্নিকারী সংস্থা ‘রোজভ্যালি’এর সঙ্গে বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকা, প্রতারণা করা, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে হুমকি দেওয়া ও তদন্তে সহায়তা না করা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে- ২০০৮-০৯ সালে রোজভ্যালির সঙ্গে শ্রীকান্তের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ওই প্রযোজনা সংস্থা রোজভ্যালির কাছ থেকে ছবি নির্মাণের জন্য ২৪ কোটি নেয়। কিন্তু চুক্তি অনুযায়ী প্রযোজক সংস্থাটি কাজ করেনি বলে অভিযোগ।

এমনকি সিবিআই-এর পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও, শ্রীকান্ত হাজিরা এড়িয়ে যান। পরে জিজ্ঞাসাবাদ করতেই বৃহস্পতিবার দুপুরের দিকে শ্রীকান্তের অফিসে আচমকা অভিযান চালায় সিবিআই।

শ্রীকান্তের বিরুদ্ধে শুধু ‘রোজভ্যালি’ নয়, ‘সারদা’ নামে আরেকটি অর্থলগ্নিকারী সংস্থার সাথেও শ্রীকান্তের প্রযোজনা সংস্থার বেআইনি আর্থিক লেনদেন ঘটেছিল বলে অভিযোগ। তদন্তে নেমে সিবিআই কর্মকর্তারা সেকথাও জানতে পারেন। আজ (২৫ জানুয়ারি) ভুবনেশ্বরে সিবিআই আদালতে শ্রীকান্তকে হাজির করা হবে।

এ সম্পর্কিত আরও খবর