বিজেপির কপালে ভাঁজ দিতে পারবেন প্রিয়াঙ্কা। ইন্দিরা গান্ধীর মুখের আঙ্গিকে মিল যে মেয়ের সে হয়তো কাজেও মিল দেখাতেই পারে। কংগ্রেসের নতুন বাজি এখন প্রিয়াঙ্কা।
কোনো বড় ঘোষণা নয় শুধু জানানো হয়েছে এ আইসিসির তরফে যে তিনি সাধারণ সম্পাদক হিসেবে যোগ দিচ্ছেন।
এইখবর বেরোনোর সঙ্গে সঙ্গেই উৎসব শুরু হয়ে গেছে তাকে ঘিরে। নতুন আশা উদ্যমে তারা চাইছেন প্রিয়াঙ্কাকে।
রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি নিশ্চিত প্রিয়াঙ্কা নিশ্চয় দৃষ্টান্তমূলক কিছু করবেন।
এই মুহূর্তে তাকে উত্তরপ্রদেশের পূর্বের দায়িত্ব দেওয়া হয়েছে যা কিনা বিজেপির পক্ষে বেশ চিন্তার। ২০০৪ থেকে যে মেয়ে কেবল প্রচার সামলিয়েছেন তিনি এখন ভূমিকায় এলেন। তার স্বামী রবার্ট ভাদরা টুইটে করে প্রিয়াঙ্কা গান্ধী ভাদরাকে অভিবাদন জানিয়েছেন