ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে রণবীর সিং অভিনীত ‘গাল্লিবয়’। জোয়া আখতার পরিচালিত ছবিটিতে রণবীরের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। যা বেশ সাড়া ফেলেছে।
শুধু অভিনয় নয়, ছবিতে ‘আপনা টাইম আয়েগা’ শিরোনামের একটি হিপ হপ গানে কণ্ঠও দিয়েছেন রণবীর। প্রথমবার গানে কণ্ঠ দিতে পেরে ভীষণ রোমাঞ্চিত ‘পদ্মাবত’খ্যাত এই তারকা। ছোটবেলা থেকেই এটি তার ভালো লাগার জায়গা ছিলো।
এমটিভির হিপ হপ এর কিশোর শ্রোতা এখন নিজেই যগপৎ গায়ক ও নায়ক।