রঙ্গপট নাট্যগোষ্ঠীর পনের বছরে পা দেওয়ায় হতে যাচ্ছে দুই দিনব্যাপী রঙ্গপট উৎসব। এই নাট্যগোষ্ঠী ১৫ বছরে উপহার দিয়েছে ‘তুষের আগুন, আওরঙ্গজেব, কৃষ্ণপক্ষ, ধর্মশোক, চতুষ্পাপ-এ রকম নামকরা নাটক।
এ বছর এ উৎসবে সম্মনিত করা হবে তীর্থঙ্কর চন্দ, সেঁজুতি মখ্যোপাধ্যায়, আশিস চট্টোপাধ্যায় শিল্পায়ন। রঙ্গ উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘গল্প গানে একালে-সেকাল’ শীর্ষক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বরীন্দ্র সংগীত শিল্পী অদিতি মহসীন।