ভারত আসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-09 20:45:30

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার বিদেশ সফর হিসেবে ৭ ফেব্রুয়ারি ভারত আসছেন ড. এ কে আবদুল মোমেন। নতুন পরাষ্ট্রমন্ত্রীর এই সফর দিল্লির মাধ্যমে শুরু হবে। তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক যাত্রাও শুরু বলা চলে।

ড. এ কে আবদুল মোমেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণ ছাড়াও বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জয়েন্ট কনসালটেটিভ কমিশন, সংক্ষেপে জেসিসি) পঞ্চম বৈঠক নেতৃত্ব দেবেন। সুষমা স্বরাজের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হতে পারে।

সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গা ফেরত পাঠানোর বিষয় নিয়ে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনাও চলছে। এর মধ্যে এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মানছেন কূটনীতিক বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে ভারতের আসন্ন নির্বাচন। সব মিলে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে বিশেষ চোখে দেখছে দক্ষিণ এশিয়া।

 

 

এ সম্পর্কিত আরও খবর