বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করে দারুণ সফলতা পেয়েছেন এই তারকা।
এদিকে, অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন সুশান্ত সিং রাজপুত।
এরপর রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে দেখা গেছে সাইফকন্যাকে। এতে তার বিপরীতে দেখা গেছে রণবীর সিংকে। বক্স অফিসে দুটি ছবিই বাজিমাত করেছে।
ছবি নিয়ে আলোচনা-সমালোচনা তো শেষ। এবার সারার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে চর্চা। শোনা যাচ্ছে- সহশিল্পী সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাকি শুরু হয়েছে তার মন দেওয়া-নেওয়া।
এখন প্রায় সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই তারকা জুটিকে। এমনকি দেরাদুন সফর সম্পূর্ণ না করেই মুম্বাই ফিরে এসেছেন সারা। সুশান্তের সঙ্গে সময় কাটানোর জন্যই নাকি এমনটা করেছেন ‘কেদারনাথ’খ্যাত এই তারকা। তবে প্রেম নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি সারা-সুশান্ত।