জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েছে ‘ময়ূরাক্ষী’। এবার কী সেই পথেই যাবে অতনু ঘোষের ছবি এখন সেটাই দেখার।
‘বিনিসুতোয়’ প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও রয়েছেন কৌশিক সেন, রেশমি সেন।
শুধু অভিনয় নয়, ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জয়া আহসান। ‘বিনিসুতোয়’-এর সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। ছবির শুটিং হবে টাকি ও কলকাতায়।