বারাকপুরে হতে চলেছে উচ্চাঙ্গ সংগীত সম্মেলন। তিন দিনব্যাপী এ সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৭ জানুয়ারি।
এবারের সংগীত সম্মেলনের মূল আর্কষণ বিশ্বের তিন সেরা তবলিয়াকে একক পারফরম্যান্সে পাওয়া যাবে। বাঁশি, সারোদ, বেহালা ও গিটারে সম্মেলন মত্ত রাখতে উপমহাদেশের সেরা উচ্চাঙ্গ সংগীত শিল্পীরা থাকবেন। উৎসব শেষ হবে কুমার গৌরব কোহলির খেয়াল দিয়ে। অনুষ্ঠানের উদ্যোক্তারা আশা করছেন, প্রতিবারের মতো এবারও উৎসব সফল করবেন সংগীতপ্রেমী মানুষ।