ক্রিকেট দুনিয়ায় বিরাট কোহলির কীর্তি যেনো দিন দিন বিরাট স্থানে উঠে যাচ্ছে। বিশ্ব ক্রিকেটের একেরপর এক অর্জন তার ঝুলিতে।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি টেস্ট ও ওয়ান-ডে ক্রিকেটের সেরা মুকুট তার। অর্থাৎ বিশ্ব ক্রিকেটর সেরা তিন সম্মানের অধিকারী বিরাট।
একসঙ্গে এত অর্জন ক্রিকেট ইতিহাসে বিরল। এছাড়া আইসিসির টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটের বর্ষসেরা একাদশের অধিনায়ক হিসেবেও তাকে বেছে নেওয়া হয়েছে।