যার লড়াইয়ের অসামান্য কাহিনী, আর্দশ আজও অনুপ্রেরণা জাগায়। উপমহাদেশের ইতিহাসে যার বুদ্ধি, সাহসিকতা, স্বাধীনতার উদ্যম ইচ্ছা এক কালজয়ী অধ্যায়। ইতিহাসের সেই মহাপুরুষ নেতাজী সুভাষ চন্দ্র বসুকে নির্মিত হচ্ছে মিউজিয়াম।
আজ বুধবার (২৩ জানুয়ারি) লালকেল্লায় নেতাজীর ৭৫তম জন্মবার্ষিকীতে এই মিউজিয়ামের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজীর ঘটনাবহুল জীবনে নানা ঘটনা নিয়ে নির্মিত এই মিউজিয়ামের নাম 'সুভাষ চন্দ্র বোস অ্যান্ড আইএনএ’।