সাধারণত বিয়ের পর মেয়েরাই তার স্বামীর বাড়িতে যায়। কিন্তু এবার স্ত্রীর বাড়িতে গিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করলেন বলিউড অভিনেতা রণবীর সিং।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রণবীর বলেন, স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নিজের জায়গা থেকে সরিয়ে দিতে চান না তিনি। আর এ কারণেই তার বাড়িতে থাকছেন তিনি।
এখানেই শেষ নয়, বিয়ের পর নিজের পদবি কেনো বদল করেননি দীপিকা পাড়ুকোন? এ প্রসঙ্গে রণবীরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা দু’জন অনেক পরিশ্রম করে নিজেদের পরিচিতিটা তৈরি করেছি। তাহলে পদবি বদলাবেন কেনো?
এদিকে, স্ত্রী দীপিকা পাড়ুকোনের বাড়িতে থাকার কারণে বেশ সমালোচিত হতে হয়েছে ‘পদ্মাবত’খ্যাত এই তারকাকে। তাকে তো কেউ কেউ ‘ঘর জামাই’-এর তকমাও দিয়ে ফেলেছেন।