এই #মিটু সেই #মিটু নয়

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-20 01:02:54

#মিটু সত্যি একটা সাহসের সঞ্চার করেছে তা অস্বীকার করে লাভ নেই।

কঙ্গনা বললেন শুধু যৌনহেনস্থায় নয় সহ অভিনেতাদের ইগোর অত্যাচারেও তিনি কাহিল। তাকে সেটে ডেকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা, না জানিয়ে কলটাইম বদলে ফেলা এসবই খুব সুখকর অভিজ্ঞতা নয় তার কাছে।

এ সম্পর্কিত আরও খবর