বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা একদমই ভালো ছিলো না। আজকের এই জনপ্রিয়তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে।
সম্প্রতি এক টেলিভিশন শো-তে নিজের ক্যারিয়ারের শুরুর কথা জানিয়ে নওয়াজুদ্দিন বলেন- জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করে চার হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। সেই মুহূর্তে কতোটা আনন্দিত ছিলাম তা বলে বোঝানো যাবে না। কিন্তু জুনিয়ার আর্টিস্ট কার্ড না থাকার কারণে সেই টাকা থেকে দুই হাজার কোঅরডিনেটরকে দিতে হয়েছিলো। বাকি টাকার ১৮০০ টাকা হোটেলে গিয়ে আনন্দ-উল্লাস করে খরচ করেছি। আর বাকি ২০০ রুপি অটো ভাড়া দিয়ে বাড়ি ফিরেছিলাম।
১৯৯৯ সালে ‘সারফারাস’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। এরপর একে একে অভিনয় করে গিয়েছেন- ‘জঙ্গল’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘দেব ডি’, ‘পেপলি লাইভ’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘তালাশ’, ‘কিক’ ও ‘মান্টো’র মতো ছবিতে।