বললেন ছোটবেলায় কোথাও যেতে চাইলে বাবা বলতেন আগে একটা বাংলা কবিতা বলো। সম্প্রতি কলকাতায় এসেছিলেন সুস্মিতা সেন।
অন্য সময় কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নিজে কী সেটাই তার কাছে প্রাইডের অঙ্গ। কলকাতায় এলে তার মনে হয় তিনি যেন ঘরে ফিরলেন। নতুন করে প্রযোজনার কাজেও আসতে চান সুস্মিতা। তবে অভিনয়ের সঙ্গে সেটা মেশাতে চান না।
আরো বলেছেন, মেয়েরা যে মা দূর্গার রূপ সেটা ভুললে চলবে না। সিঙ্গল মাদার সুস্মিতার র্যাম্প শো দেখতে এসেছিলেন তার বাবা এবং বয়ফ্রেন্ড রোহমান শোওয়েল।