নাতির মৃত্যুর এফআইআর নিতে অস্বীকৃতি জানালে পুলিশ অফিসারের পা ধরে কান্না করেন ৭৫ বছরের বেশি বয়স্ক এক বৃদ্ধা। ভারতের লখনৌয়ের গুদাম্বা থানায় এমন একটি ঘটনা ঘটেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, ভারতের লখনউয়ের গুদাম্বা থানায় এফআইআর দায়ের করতে যান ৭৫ বছরের ব্রহ্মা দেবী নামে এক বৃদ্ধা। বৃদ্ধার নাতি আকাশ যাদব একটি কারখানায় কাজ করতেন। কারখানার একটি দুর্ঘটনায় তার নাতির মৃত্যু হয়।
নাতির মৃত্যুর ঘটনায় বৃদ্ধা এফআইআর দায়ের করতে গিয়েছিলেন লখনৌর গুদাম্বা থানায়। কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তেজপ্রতাপ সিংহ সেই অভিযোগ নিতে চাননি। তারপরই বৃদ্ধা ওই অফিসারের পা জড়িয়ে কান্না শুরু করেন।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে চাপে পড়ে পুলিশ তেজপ্রতাপ সিংহের বদলির পাশাপাশি ওই বৃদ্ধার এফআইআরও গ্রহণ করতে বাধ্য হন।