মেঘালয়ের খনিতে আটকে থাকা শ্রমিকদের পচাগলা মরদেহ উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা।
১৩ ডিসেম্বরে ওই খনিতে আটকে ছিলেন কমপক্ষে ১৫ জন শ্রমিক। দুর্ঘটনাবশত খনির একটি দেয়াল ফুটো করে ফেলেছিলেন এক শ্রমিক। তারপর সেখান দিয়েই জল ঢুকতে থাকে। সেখানে জলে ডুবে তাদের মৃত্যু হয়। ১৬ ডিসেম্বর সেখানে এক শ্রমিকের লাশ খুঁজে পাওয়া যায়। কিন্তু মরদেহ পচে গলে যাওয়ায় আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিল ডিস্ট্রিক্ট-এর কর্মকর্তারা।
শ্রমিকদের পরিবারকে খবর দেওয়ার পর তারা দাবি জানায়, মরদেহ তুলে আনার তবে পচে গলে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। কর্তৃপক্ষের দাবি, সেখান থেকে কোনোভাবে মরদেহ উঠানো সম্ভব না। এ কারণে রোববার (২০ জানুয়ারি) ভারতীয় নৌসেনারা উদ্ধার কাজ বন্ধ করে দেয়।